অ্যাম্বুলেন্স ড্রাইভারদের পিপিই কিট প্রদান করল বিজেপির হরিশ্চন্দ্রপুর শাখা

সফিকুল আলম, মালদা, এনবিটিভি:
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট কিট প্রদান করল ভারতীয় জনতা পার্টির হরিশ্চন্দ্রপুর শাখা।

বুধবার দলের পক্ষ থেকে মালদা জেলা সম্পাদক কিষান কেডিয়া এই পিপিই কিট ড্রাইভার দের হাতে তুলে দেন। এ প্রসঙ্গে তিনি জানান, করোনা পরিস্থিতিতে এই হাসপাতালে ড্রাইভাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। তাদের ন্যূনতম সুরক্ষা দেওয়ার জন্য আমরা দলের পক্ষ থেকে আজ এই সরঞ্জাম ও তার সাথে স্যানিটাইজার ড্রাইভার ভাইদের হাতে তুলে দিলাম। আগামীতে আমাদের সাহায্যের হাত ওদের উপর থাকবে।

যদিও, গ্রামীণ হাসপাতালে চিকিৎসক তাপস মজুমদার জানান, আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই হাসপাতালের কয়েকজন ড্রাইভার এর হাতে সুরক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হল। এতে ড্রাইভাররা উপকৃত হবেন।

Latest articles

Related articles