আইএসএফে যোগ দেওয়ার সম্ভাবনা ওড়ালেন আরাবুল  : ফিরছেন তৃণমূলেই

ভাঙ্গরের বাদশা আরাবুল ইসলাম আবারও হাসিমুখে ফিরলেন তৃণমূলের ঘরেই। বিধানসভা নির্বাচনে ভাঙ্গর বিধানসভা থেকে প্রার্থী নির্বাচিত হননি আরাবুল ইসলাম। তার বদলে মুখ্যমন্ত্রী প্রাথী নির্বাচন করেন ডক্টর রেজাউল করিম কে। প্রার্থী ঘোষনা হবার পর আরাবুল ইসলাম এবং তার অনুগামীরা ফেটে পরেন ক্ষোভে ,ভাঙ্গরের সর্বত্র শুরু হয় বিক্ষোভ মিছিল। আরাবুল ইসলাম সাংবাদিক সম্মেলন ভেঙে পড়েন কান্নায় এবং দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আরাবুল ইসলামের দলের বিরুদ্ধে ক্ষোভ দেখে রাজনৈতিক মহলে শুরু হয় তার দল বদলের গুঞ্জন। তড়িঘড়ি আরাবুল ইসলাম কে কলকাতায় ডেকে পাঠায় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের সাথে বৈঠক করে বাড়ি ফিরে এসে আবারও তৃণমূলের দলেই স্ব মহিমায় তাকে দেখতে পাওয়া যায় তাঁকে।গতকাল নন্দীগ্রামে মমতা ব্যানার্জি মিছিল থেকে পায়ে চোট পাওয়াই আরাবুল ইসলাম তার ফেইসবুক পেজে মমতা ব্যানাজি দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন –

“বিজেপি এর চক্রান্তে আহত বাংলার অগ্নিকন‍্যা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁনার দ্রুত আরোগ্য কামনা করি”।

Latest articles

Related articles