এনবিটিভি ডেস্ক:আগামিকাল থেকে পুর কর্মীদের অফিস যাতায়াতের জন্য চালানো হবে মোট ১১টি বাস। মঙ্গলবার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। পরিবহণ দফতরের সহযোগিতায় শহরে বাস চালাবে কলকাতা পুরসভা। যে রুটে বাসগুলো চলবে সেগুলো হল- জোকা, ডায়মন্ডহারবার, কল্যাণী, বারাকপুর, গার্ডেনরিচ, বারুইপুর, বারাসত, গার্ডেনরিচ সহ নটি জায়গা থেকে বাসগুলো ছাড়বে। সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে বাসগুলো ছাড়বে। বিকেলে বাস ছাড়বে ৫ টায়।
Related articles