আবারো মানবিকতার নজির এক ট্রাক চালকের, ফিরিয়ে দিলেন লক্ষ টাকার সামগ্রী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp-Image-2022-04-20-at-3.49.48-PM

লক্ষ টাকার সামগ্রী ফিরিয়ে দিয়ে শিরোনামে নদীয়ার এই ট্রাক চালক। মধুসূদন প্রামাণিক নামে এক ট্রাক চালক, যার বাড়ি শান্তিপুর ব্লকের গয়েসপুর এলাকায়, তিনি তার ট্রাক নিয়ে কলকাতায় গিয়েছিলেন ভুট্টা নিয়ে, তারপর সেখান থেকে গাড়ি খালি করে রাত এগারোটা নাগাদ হুগলির বৈদ্যবাটি এলাকায়, একটি ধাবায় খাওয়া-দাওয়া করেন।  তারপর বাড়ি চলে আসেন, সকালবেলায় গাড়ি পরিষ্কার করতে গিয়ে তিনি দেখেন, তার গাড়ির ডালার ভেতরে দুটি কম্পিউটারের মনিটর, একটি সিপিইউ, সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, এবং একটি  কম্পিউটারাইজড বিলিং বক্স পড়ে রয়েছে।  তখনই তিনি তার গাড়ির মালিক কে ফোন করেন এবং গোটা ঘটনা তাকে জানান। ঘটনার খবর পেয়ে গাড়ির মালিক শান্তিপুর থানায় যোগাযোগ করেন, এরপর ওই গাড়ির ড্রাইভার সমস্ত জিনিসপত্র নিয়ে শান্তিপুর থানায় এসে উপস্থিত হয় ,এবং প্রতিটি জিনিস শান্তিপুর থানার হাতে তুলে দেন। স্বভাবতই ট্রাক ড্রাইভার এর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই, তবে কোথা থেকে এই জিনিস গুলি তার গাড়িতে আসলো এবং কাদেরই  বা এই সমস্ত জিনিস তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর