আবুল কাশেম ফাউন্ডেশন’র উদ্যোগে হাটহাজারীতে আইসোলেশন সেন্টার।
মুহাম্মদ রাশেদুল ইসলাম(হাটহাজারী উপজেলা) প্রতিনিধি :- হাটহাজারীর মেখলে কোভিট-১৯ করোনায় আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আবুল কাশেম ফাউন্ডেশন’র উদ্যোগে অস্থায়ী আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেখলের কৃতি সন্তান ডাক্তার আবু তৈয়ব ও আরো কয়েকজন ডাক্তারদের নিয়ে একটি টিম গঠন করে ইউনিয়ন এর সর্বস্তরের জনসাধারণ কে চিকিৎসা সেবা প্রদান করার জন্য এই সেন্টার করা হবে।যার নাম হবে”মেখল মানবিক আইসোলেশন সেন্টার”উদ্যোগটি সফল করার জন্য মেখলের সমাজসেবক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন বিশেষ করে ডাক্তারদের সহ দেশ বিদেশের সকল ভাই বোনদের সহযোগিতা কামনা করে ফাউন্ডেশন এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান,বর্তমানে চট্টগ্রাম শহরের কোন হাসপাতালে সিট খালি নেই।আক্রান্ত রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে পারছে না।তাই মেখলের মানুষ যাতে চিকিৎসার অভাবে মারা না যায় তাই এই উদ্যোগটি নিয়েছেন।তিনি দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।