“আমেরিকা ভারতকে ভালবাসে”, ভারতের পাশে থাকার বার্তা ট্রাম্পের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200705-WA0026

এনবিটিভি ডেস্ক: “আমেরিকা ভারতকে ভালবাসে” ভারত-চিন বিবাদের মাঝে এভাবেই ভারতের পাশে থাকার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার আমেরিকার ২৪৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই উত্তরে ভালবাসার বার্তা দিয়েছেন মার্কিন বন্ধু ট্রাম্প। নমো লিখেছিলেন,আমেরিকার ২৪৪ তম স্বাধীনতা দিবসে সে দেশের নাগরিক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আমরা যে স্বাধীনতা এবং মানবতার বীজ বপন করি আজ তা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে এই দিনটি পালন করছে। তার উত্তরেই ট্রাম্পের এই বার্তা।

গালওয়ান সীমান্তে ভারত ও চিন বিবাদের পর থেকেই চিনের বিরুদ্ধে বয়ান মিলেছিল হোয়াইট হাউসের তরফে। এদিকে ভারতের পাশে এসে দাঁড়িয়ে ফ্রান্স, রাশিয়া ইজরায়েল। সব মিলিয়ে ট্রাম্পের এই মন্তব্যের পর আরও চাপে চিন।

তবে সামনেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। নভেম্বরেই ঠিক হবে ট্রাম্প ফের মসনদে জায়গা পাবেন কিনা। ট্রাম্পের লড়াই ডেমোক্যাট জো বিডেনের সঙ্গে। তবে বিডেনও সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ভোটে জিতলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দায়িত্ব সবার আগে। করোনাভাইরাস ছড়ানোর দায় দিয়ে প্রথম থেকেই চিনের উপর ক্ষেপে হোয়াইট হাউস। তাই চিন বিরোধে শক্তিধর দেশগুলির একটা বড় সমর্থন ভারতের পক্ষে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর