বিজেপি বাঙালিবিদ্বেষী, অভিযোগ মমতার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মমতা

বিজেপি বাঙালিবিদ্বেষী, তারা বাংলা পছন্দ করে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শনিবার (৪ এপ্রিল) রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে চাকদহের জনসভায় যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি।

মমতা ব্যানার্জী বলেন, প্রধানমন্ত্রী বলেন, ভালো দিন আসবে। কীসের ভালো দিন? কত ভালো দিন? ১০০ দিনের কাজ বন্ধ, ১৫ লাখ রুপি দেবে বলে এক রুপিও দেয়নি, নোট বন্দি নিয়ে কালো রুপি এলো না। হাজার রুপির গ্যাসে ফুটছে বিনে পয়সার চাল। বাহবা নন্দ লাল!

তিনি আরো বলেন, ইউনিফর্ম সিভিল কোড করছে। কারও কোনো অস্তিত্ব থাকবে না। না সংখ্যালঘু, না ওবিসি, না মতুয়া, না হিন্দু, না মুসলিম, না আদিবাসী। সব শেষ করে দেবে।

তিনি বলেন, দেশে শুধু একটাই পার্টি থাকবে আর একজনই নেতা থাকবে। বাকিদের জেলে পাঠাও। গণতন্ত্রকে আজ জেল বানিয়ে দিয়েছে। সারা পৃথিবী আজ ছি ছি করছে!

বিজেপিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, এরা বাঙালিবিদ্বেষী। এরা বাংলা পছন্দ করে না। পশ্চিমবঙ্গে যেসব অবাঙালি বাস করে, যারা আমাদের মতো করে থাকে, তাদেরও এরা পছন্দ করে না। এদের কাজ শুধু মিথ্যা বলা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর