ইসলামী যুব কল্যাণ সংসদ ও পুকুরিয়া এলাকাবাসীর উদ্যোগে শুরু হলো কেন্দ্রীয় কবরস্থান সংস্কারের কাজ।

ইসলামী যুব কল্যাণ সংসদ ও পুকুরিয়া এলাকাবাসীর উদ্যোগে শুরু হলো কেন্দ্রীয় কবরস্থান সংস্কারের কাজ।

স্টাফ রিপোর্টারঃ মাহমুদুল করিম

উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদ এর উদ্যোগে, আজ শুক্রবার জুমার নামাজের পর অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে উত্তর পুকুরিয়া কেন্দ্রীয় কবরস্থানকে সংস্কারের লক্ষ্যে কবরস্থানের চতুর্দিক বাউন্ডারির জন্যে দক্ষিণ পাশের, মরিয়ম খাতুন (চাপাতা) ও সাগর মোঃ (কালুর) ভিটার প্রান্ত হইতে পিলার স্হাপন শুরু করেন ,
এলাকাবাসীর দীর্ঘদিনের আশা ছিলো এই বৃহত্তর কবরস্থানটি বাউন্ডারির মাধ্যমে সুন্দরভাবে সাজানোর, আজকে তার বাস্তবায়নের প্রারম্ভিক চিত্র দেখে সবাই খুশি হয়েছেন।
এই মহৎ কাজের শেষ হওয়া পর্যন্ত সবাই সহযোগিতা করবেন বলে জানায়।
এই মহৎ উদ্দ্যোগ নেওয়ার জন্য এলাকাবাসী উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদকে ধন্যবাদ জানান।

Latest articles

Related articles