খুব দ্রতই উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
শনিবার (৩০ ডিসেম্বর) বৃন্দাবনের বাত্সল্য গ্রামে আয়োজিত ষষ্ঠী পূর্তি মহোৎসবে তিনি বিলটি শীঘ্রই বিধানসভায় উত্থাপন করা হবে বলে জানান।
সকল ধর্মের মানুষের জন্য একই ধরনের ব্যক্তিগত আইন।
বিরোধী দলগুলিকে কটাক্ষ করে তিনি বলেন, “রাম ভক্তদের” উপর গুলি চালানোর জন্য দায়ী লোকেরা কখনই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করবে না। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করবে বা তিন তালাক বাতিল করবে না।
অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের প্রতিশ্রুতি ২২শে জানুয়ারি পূরণ হবে বলেন তিনি।