কলকাতায় চালকবিহীন মেট্রো

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

25

এবার কলকাতার মেট্রো পরিষেবায় চালু হলো অটোমেটিক ট্রেন অপারেশন বা চালকবিহীন মেট্রো পরিষেবা।

গত সোমবার (১৫ এপ্রিল) থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে এই পরিষেবা চালু করা হয়।

মেট্রো কতৃপক্ষ জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে ২০ মিনিটের ব্যবধানেই পরিষেবা পাওয়া যাবে। পরিষেবাটি নতুন হওয়ায় শুরুর দিকে মেট্রোতে চালকদের উপস্থিতি থাকবে।

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বলেন, মেট্রো স্বয়ংক্রিয়ভাবে চালানো হবে। যাত্রীদের নিরাপত্তার কথা মাতায় রেখে কেবিনে চালক উপস্থিত থাকবেন।

গত কয়েক মাস ধরেই এই রুটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে রেক চালানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এতে সফলতা পাওয়ার পরই এই পরিষেবা উদ্বোধন করা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর