করোনার জেরে ফের বন্ধের মুখে রাজ্যের বেসরকারি স্কুল গুলি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

SmartSelect_20220707-164038_WhatsApp


রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা। তবে উদ্বেগের কারণ হলো অতিমারির চতুর্থ ওয়েভে এবার আক্রান্তের তালিকায় থাকবে শিশুরাও এমনটাই আশঙ্কা প্রকাশ করছে কিছু চিকিৎসক।

তবে আপাতত ভয় পাওয়ার মতো কোনো খবর প্রকাশ্যে আসেনি। কিছু চিকিৎসকের দাবি ,সংক্রমিত হলেও ছোটদের তেমন বাড়াবাড়ি হচ্ছে না।

যদিও নিয়মিত স্কুলে যাতায়াত ও সকলের সঙ্গে মেলামেশাকেই ছোটদের সংক্রমিত হওয়ার কারণ বলে মনে করছেন বেশির ভাগ অভিভাবক।

শিশুদের কথা মাথায় রেখে ফের অনলাইনে ক্লাস করার আর্জি জানিয়েছেন বেসরকারি স্কুলে পাঠরত কিছু ছাত্রের অভিভাবক। তবে বিধি মেনে চলার দিকেই আপাতত জোর দিচ্ছেন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ।বেসরকারি স্কুলের অভিভাবকদের একাংশ ফের অনলাইন ক্লাসে ফেরার আর্জি জানতে থাকলেও, অফলাইন ক্লাসের পক্ষেই রয়েছেন সরকারি স্কুলের অভিভাবকেরা।

অন্যদিকে,শিশু চিকিৎসক দের মতে, ফের স্কুল বন্ধ করার কোনো মানে হয়না।এতে বাচ্চাদের মানসিক বিকাশ সহ আরো নানান দিকে সমস্যা তৈরির আশঙ্কা রয়েছে।

শিশু বিশেষজ্ঞদের মতে,এটি এমন এক ভাইরাস এতে সংক্রমিত হবেই। সত্য কথা বলতে, আরো অনেক রোগে অনেক বাচ্চা আক্রান্ত আছে। তাই বলে তো আর স্কুল বন্ধ থাকে না।ফের করোনা কে হাতিয়ার বানিয়ে ,স্কুল তালাবন্ধ করার কোনো মানে হয়না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর