করোনার ঝুঁকির চেয়ে সম্ভাবনা বেশি, অফিস আদালত খুলতে বললেন পরিকল্পনামন্ত্রী:
হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার, এনবিটিভি।
করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকির চেয়েও অফিস আদালতে কাজ করে সুদূরপ্রসারী সম্ভাবনার কথা বললেন পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরকার এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দারিদ্র্যের হার নিয়ন্ত্রণকেই।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এ সময়ে আমাদের প্রধান টার্গেট হচ্ছে, যারা নতুন করে প্রোভার্টি সীমানায় ঢুকে গেল অর্থাৎ দারিদ্র সীমায় তাদের সাপোর্ট দেয়া। এছাড়া ইনফর্মাল সেক্টর থেকে যারা চাকরিচ্যুত হয়েছেন, এছাড়া সাময়িকভাবে যারা কাজ হারালো ও পেছনে পড়ে গেল তাদেরকে একটা জরুরি ভিত্তিতে সাপোর্ট দিতে হবে।