মুহাম্মাদ রাশেদুল ইসলাম:-এনবি টিভি প্রতিনিধি
করোনায় মারা গেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজিরর শিক্ষক লায়ন মমজুমদার কবির।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
চট্টগ্রাম কম্পিউটার বিক্রেতা প্রতিষ্ঠান বেস্ট আইসিটির পরিচালকের পাশাপাশি লায়ন্স অব চট্টগ্রাম সেন্ট্রাল এর প্রাক্তন সভাপতিও ছিলেন তিনি।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় স্বাস্থ্যবিধি মেনে নগরীর মিনি সুপার মার্কেট চ্বত্তরে তার নামাযের জায়নাযা অনুষ্ঠিত হয়।