এনবিটিভি ডেস্ক: পুরীর জগন্নাথের রথের এক সেবাইত করোনায় সংক্রমিত। পুরীর জেলাশাসক বলবন্ত সিং মঙ্গলবার এই কথা জানিয়েছেন। এবার সুপ্রিম কোর্টের নি্রদেশে পুরীর রথযাত্রা একেবারেই সংক্ষিপ্ত, জনসমাগম নিয়ন্ত্রিত।
গোটা পুরীতেই জারি হয়েছে কঠোর লকডাউন। বাইরের কাউতে ঢুকতে দেওয় হচ্ছে না। রথযাত্রায় কেবল যাঁদের করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে, তাঁদেরই থাকার অনুমতি দেওয়া হয়েছিল।
তারইমধ্যে একজনের করোনা পজিটিভ আসায় চিন্তায় পড়েছে প্রশাসন। তাঁকে রথ বেরোনোর আগেই করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সংস্পর্শের লোকজনের খোঁজ চলছে। তবে বাকি সেবাইতরা করোনা নেগেটিভ।