কাল থেকে যশোর লকডাউন,আজ প্রতিরোধ কমিটির জরুরী সভা

মো: সোহাগ
যশোর প্রতিনিধি

আগামী কাল থেকে আবারও লকডাউন হতে যাচ্ছে যশোর জেলার বিভিন্ন অঞ্চল ৷এমনকি পুরো যশোর ফের লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে আজ৷ইতি মধ্যে যশোরের বিভিন্ন উপজেলায় করোনা সংক্রমণ ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত মানুষের দাবির মুখে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে জেলা প্রশাসন ৷

স্বাস্থ্য বিভাগের পরামর্শে লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছেন করোনা প্রতিরোধ কমিটির একজন সদস্য ৷যশোরের কোন কোন এলাকা কিভাবে লকডাউন করা হবে সে সম্পর্কে আজ 3.30 জরুরী সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন ঐ সদস্য ৷

গত কয়েকদিন ধরে করোনা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে যশোরে৷এতে অধিকাংশ মানুষ নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন ৷যশোরের ছোট বড় বাজার গুলোর ভিড় কমানো যাচ্ছে না বিশেষ করে যশোর শহরের এইচ এম রোড,সাতমাইল গরু হাট,বেনাপোল বাজারে মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি ৷যশোরের প্ররিস্থতি বিবেচনায় আজ জরুরী সভা ডেকেছে করোনা প্রতিরোধ কমিটি ৷সভায় স্বাস্থ বিভাগ যশোরের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন ৷তারই ভিত্তিতে কোথায় কিভাবে লকডাউন করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে৷

উল্লেখ্য আজ এই অবধি (15জুন2020) যশোরে মোট করোনা আক্রান্তের সংখ্যা 229 জন৷

Latest articles

Related articles