কাশ্মীরকে জাহান্নাম বানালো কে প্রশ্ন ফারুক আবদুল্লাহর

রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে বিজেপির বিরুদ্ধে কাশ্মীরকে জাহান্নামে পরিণত করার অভিযোগ তুলেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি এ মন্তব্য করেন। ফারুক আবদুল্লাহ বর্তমানে শ্রীনগরের লোকসভার নির্বাচিত এমপি। তিনি এর আগে ‘কাশ্মীর জান্নাতে যাক’ মন্তব্যের জনে সমালোচিত হয়েছিলেন।

বিজেপি বরাবরই ফারুক আবদ্দুল্লাহ সরকারের বিরুদ্ধে কাশ্মীরে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে।

ফারুক আবদুল্লাহর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ এক্স হ্যান্ডেলে লিখেছেন,  সুপ্রীম কোর্ট ৩৭০ ধারার পক্ষে রায় দেওয়ায় তাদের স্বজনপ্রীতির রাজনীতি, পাথরবাজি ও পাকিস্তানের পক্ষে সমর্থন করার সুযোগ বন্ধ হয়েছে। ইন্ডিয়া জোটও কাশ্মীরে ৩৭০ ধারার পুনর্বহাল চায়। তারা কাশ্মীর নিয়ে কখনো ভাবে না। 

ফারুক আবদ্দুল্লাহ তার বক্তব্যের ব্যাখ্যায় বলেন,  আমি কাশ্মীরে আগুন জ্বালািইনি। জম্মু কাশ্মীর ছিল স্বর্গ। কে এটাকে নরক বানিয়েছে? যদি সারাদেশেই ভোট হতে পারে তবে কাশ্মীরে কেন নয়?

তিনি কিছু মিডিয়ায় কাশ্মীর সম্পর্কে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে বলেন, তারা ঘৃণার মাধ্যমে হৃদয় জয় করতে চাইছে। সুপ্রীম কোর্ট কাশ্মীরের ৩৭০ ধারায় বাতিলের পক্ষে রায় দেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

অবিলম্বে নির্বাচন দাবি করে তিনি বলেন, সুপ্রীম কোর্ট যদি ৩৭০ ধারা বাতিলের পক্ষে রায় দেয় তহলে কেন নির্বাচন সেপ্টেম্বরে হবে? এটা কোন সুবিচার হতে পরে না।

Latest articles

Related articles