গাজী সালাহউদ্দীন। স্টাফ রিপোর্টার।
খুলনা জেলার দক্ষিণে নদীর কুল ঘেঁষে দাড়িয়ে আছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা। আর এ মাদ্রাসার ২য় পতাকাবাহী সেনাপতি আজ রাত ০৩.৩০ মিনিটে মহান রবের ডাকে সাড়া দিয়েছেন।ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রজেউন। সমস্ত কয়রার মধ্যে তিনি ছোট মাওলানা হিসেবে পরিচিত ছিলেন। এ ঐতিহাসিক দ্বীন প্রতিষ্ঠানের কাণ্ডারি মাও. নূর মুহাম্মদ ১৯৮৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধারে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।তার আগে এই মাদ্রাসার দায়িত্ব পালন করেন তারই বড়ভাই মরহুম আহমাদ উল্লাহ। দুই ভাই এর দ্বীনের খেদমত কয়রাবাসী কখনো ভুলবেনা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৭০বছর। তিনি তার স্ত্রী, ০৫পুত্র মুহতারাম বিল্লাহ,মহিব বিল্লাহ, মাসুম বিল্লাহ, মোতাসিম বিল্লাহ, মোকাররম বিল্লাহ, ০৩কন্যা ফেরদৌসি, রোকেয়া এবং রাবেয়া সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গত ৬/৭ দিন যাবত জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষা করা হলে তার টায়ফয়েড ধরা পড়ে। কিন্তু তা থেকে মোটামুটি অসুস্থ হয়ে পড়েন। এবং রাত ০৩.৩০ এ পৃথিবীকে কাঁদিয়ে চলে গেলেন নূর মুহাম্মদ। হয়তোবা নতুন কেউ সমাজ সংস্কারের কাজ করবে কিন্তু তাঁর ভূমিকা কখনো ভুলবেনা কয়রাবাসী। কয়রার দূরদুরান্ত থেকে প্রিয় মুখটি শেষবারের মতো দেখতে আসছে অসংখ্য মানুষ। তার বড় ছেলে মোহতারাম এবং বড় মেয়ে ফেরদৌসি পরিবার সহ ঢাকা থেকে রওনা করেছেন। তারা আসলেই মরহুমের জানাজার কাজ সম্পন্ন হবে। মরহুমকে তার খেদমতাধিন সিদ্দিকীয়া মাদ্রাসার কবরস্থানে দাফন করা হবে।
Nbtv.