মো: সাগর ইসলাম।
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।
গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ আসাদুজ্জামান মিলন (৩৪) ও তানজিমুল ইসলাম তারেক (২৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল ২৮ জুলাই মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রাকিব হোসেন। এরআগে সোমবার দিবাগত রাতে মনোহরপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান মিলন পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাহমুদুজ্জামান মন্ডলের ছেলে এবং তানজিমুল ইসলাম তারেক গোবিন্দগঞ্জ উপজেলার পাটোয়া গ্রামের আঃ খালেক মিয়ার ছেলে।
হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ রবিউল ইসলাম ও সংগীয় ফোর্স মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটক আসামীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। চলমান মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।