রিপোর্টার
মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদকব্যাবসায়ী আটক করেছে। শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে চুয়াডাংগা থানার একটি চৌকস টিম চুয়াডাংগা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচলনা করেন। এ সময় ১৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী চুয়াডাঙ্গা থানাধীন দৌলতদিয়াড় গ্রামস্থ চুনুরী পাড়া মোঃ আবুর কাশেমের চায়ের দোকানের সামনে হইতে মোঃ জসিম উদ্দিন (৩৭), পিতা-মৃত ইসলাম আলী, মাতা-মৃত জহুরা খাতুন, সাং- চালিতাতলী (বাচার বাপের বাড়ী, ওয়ার্ড নং-০৩), থানা- আনোয়ারা, জেলা- চট্রগ্রাম।
অপর আসামিকৃতরা হলো, চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মিনারুল ইসলামের ছেলে মোঃ জীবন ইসলাম (২৩) কে কুকিয়া চাদপুর গ্রামস্থ প্রতিবন্দি স্কুলের সামনে হতে আটক করে পুলিশ। এ সময় তাহার কাজ থেকে ০৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।