মোহাম্মদ রেজাউল ইসলাম,
স্টাফরিপোর্টার চুয়াডাঙ্গাঃ-
চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জীবননগর সীমান্ত এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ১৪ বোতল মদ উদ্ধার করেন। মহেশপুর ৫৮ ব্যটালিয়ন এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত গয়েশপুর বিওপির নায়েব সুবেদার মো: মোবারক হোসেন এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার সীমান্ত এলাকার গয়েশপুর আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৮ কেজি ভারতীয় গাজা উদ্ধার করে।
একইদিন বিকাল সাড়ে ৪ টার দিকে গয়েশপুর বিওপির হাবিলদার মো: সেলিম রেজা এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ১ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার মাঠপাড়া আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ আটক করে বলে জানান তিনি।