তরুণদের নিয়ে রাজনৈতিক দল গঠনের ঘোষনা ভিপি নুরের..

তরুণদের নিয়ে রাজনৈতিক দল গঠনের ঘোষনা ভিপি নুরের..

মির্জা নাদিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এ তথ্য জানান।

ফেসবুক লাইভে নুরুল হক নুর বলেন, আমি পূর্বে সক্রিয় ভাবে কোন দলের রাজনীতি করিনি, এবং কোন দলের রাজনীতি করবোও না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে কাজ করে যাচ্ছি দীর্ঘ দিন ধরে। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।

ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, এখানে লুকোচুরির কিছুই নেই। আমরা তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে চায়, পজেটিভ চিন্তা করে নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য, আমি তাদের সঙ্গে প্রয়োজনে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।

তিনি বলেন, রাজনীতি করতে প্রযােজন ত্যাগ এবং ইচ্ছা। ইচ্চা শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যায়।

Latest articles

Related articles