দিল্লিতে আগামী পাঁচ দিন নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছেন দিল্লীর শিক্ষামন্ত্রী অতিশি সিং।
এর আগে প্রবল শৈত্যপ্রবাহের কারণে শনিবার দিল্লি সরকার ছুটির মেয়াদ বাড়িয়ে ১০ জানুয়ারি পর্যন্ত করে।
দিল্লির শিক্ষামন্ত্রী এক্সে দেওয়া বার্তায় বলেন, প্রচন্ড ঠাণ্ডার কারণে স্কুলগুলোর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আগামী পাঁচদিন বন্ধ থাকবে। এই ছুটির আওতা দিল্লির সব সরকারি, আধা সরকারি, বেসরকারি স্কুল অন্তর্ভুক্ত।
এদিকে ঘন কুয়াশা, বৃষ্টি ও প্রচণ্ড ঠাণ্ডার কারণে দিল্লি সরকার ইয়েলো অ্যালার্ট জারি করেছে। আজ দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ড্রিগি সেলসিয়াস যা গড় তাপমাত্রার চেয়ে দুই ডিগ্রি কম।