দিনে দিনে মৃত্যুপুরীতে রুপ নিচ্ছে চুয়াডাঙ্গায় নতুন করে ৪৬ জন করোনা শনাক্ত……

 

রিপোর্টার
মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

সোমবার (২০ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজের P.C.R ল্যাবে চুয়াডাঙ্গা থেকে সংগ্রহীত ৯১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বাকি গুলোর ফলাফল নেগেটিভ।

#চুয়াডাঙ্গা_সদর- ২৯ (পূর্বের রিপোর্ট দুইটা যোগ হবে- মোট ৩১ রিপোর্ট এসেছে)
ফিরোজ রোড কেদারগঞ্জ- ০২, এতিমখানাপাড়া- ০১, ডিসি অফিস- ০১, মাস্টারপাড়া- ০৪, ফেরীঘাট রোড- ০৩, ইসলামপাড়া- ০১, দৌলতদিয়াড়- ০১, অফিস- ০১, বড়টা- ০১, সাদেক আলী মল্লিকপাড়া- ০১, জীবননগর বাস স্ট্যান্ড- ০১, বড়বাজার পাড়া- ০২, হাজরাহাটি- ০১, শ্মশানপাড়া- ০১, দক্ষিণ গোরস্থান পাড়া- ০১, হাতিকাটা পল্লী বিদ্যুৎ- ০১, ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া- ০১, টাউন ফুটবল মাঠ- ০১, সদর থানা- ০১, মল্লিকপাড়া- ০৪, থানা কাউন্সিল পাড়া- ০১।

#আলমডাঙ্গা_উপজেলা- ০৯
পাইকপাড়া কালিদাসপুর- ০৬, থানাপাড়া- ০৩।

#দামুড়হুদা_উপজেলা- ০৫
শ্যামপুর দর্শনা-০১, মোবারকপাড়া দর্শনা-০১, দর্শনা-০১, লোকনাথপুর-০১, দশমীপাড়া-০১।

#জীবননগর_উপজেলা- ০৩
পৌরসভা- ০১, মধুমতি ব্যাংক- ০১, হাসপাতাল পাড়া- ০১।
জেলায় মোট শনাক্ত- ৪৪৬ জন।
আক্রান্তদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৩ জন নারী। এদের বয়স ৫ থেকে ৭৮ বছর।
বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আইসোলেশনে ৩৮ জন , নিজ নিজ বাড়িতে ১৬২ জন এবং ঢাকায় ২ জন চিকিৎসা নিচ্ছেন।
সুস্থ হয়ে হয়েছে ১০ জন। মোট সুস্থ হয়েছে ২৩৮ জন। মৃত্যু সংখ্যা ০ জন। মোট মারা গেছে ৪ জন।

তথ্য সূত্র: স্বাস্থ্য বিভাগ, চুয়াডাঙ্গা।

Latest articles

Related articles