শিমুল আলী
স্টাফ রিপোর্টার নাটোর
মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের বিনোদনের প্রচেষ্টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্লাবের ক্রীড়ামোদী তরুণদের মাঝে ড্রামসেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সুরাইয়া আক্তার কলি ও উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৫ টি ড্রামসেট, ১০ সেট জার্সি, ২৫ সেট ক্রিকেট সামগ্রী ও দেড়-শত টি ফুটবল বিতরণ করা হয়।