নাটোরে নতুন করে ১৫ জন করোনা পজেটিভ

এনবিটিভি নিউজ ডেস্ক:

নাটোরে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরো ১৫ জন শনাক্ত হওয়ায় জেলায় করোনা বেড়ে ২৩০ জনে আক্রান্ত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটারি মেডিসিন এন্ড রিসার্স থেকে পাঠানো নমুনার রেজাল্টে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট হাফিজার রহমান ঢাকার ন্যাশনাল ল্যাব থেকে পাঠানো তথ্যের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটারি মেডিসিন এন্ড রিসার্স থেকে মোট ১৬৮ জনের নমুনার রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জনের রেজাল্ট করোনা পজেটিভ এবং অবশিষ্ট ১১৩ জনের রেজাল্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন অফিস সহায়ক সহ ৪ জন, নাটোর কেন্দ্রিয় জামে মসজিদ মার্কেটের মোবাইল ডটকমের একজন সহ সদর উপজেলায় ৪ জন, সদর হাসপাতালে ৪ জন ,গুরুদাসপুর উপজেলায় ২ জন এবং সিংড়া উপজেলায় ১ জন রয়েছেন।
নাটোরের সিভির সার্জন ডাঃ মিজানুর রহমান ১৫ জন নতুন করে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় মোট আক্রান্তে সংখ্যা ২৩০ জন। এরমধ্যে রাজশাহীতে নমুনা প্রদানকারী জেলা তথ্য অফিসার মিজানুর রহমানকে নাটোরের তালিকায় সংযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে নাটোর সদর হাপতালের অথোর্পেডিকস ডাক্তার তৈমুর রহমান সহ ৬৬ জন সুস্থ হয়েছেন এবং ১ জন মৃত্যুবরন করেছেন। আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশন সহ তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করার জন্য স্ব স্ব উপজেলা প্রশাসন সহ স্বাস্থ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

Latest articles

Related articles