নালিতাবাড়ীতে কৃষকদের আগ্রহ তৈরিতে মিশ্র ফল চাষে প্রশিক্ষণ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_797069304438507

মো. জাকিরুল ইসলাম

ময়মনসিংহ প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে আম ও মিশ্র ফল চাষে আগ্রহ তৈরি করার লক্ষে উপজেলার ১২ টি ইউনিয়নের ও আদিবাসী সম্প্রাদয়ের ১০০ কৃষক কে দিনব্যাপী উন্নত জাতের আম ও মিশ্র ফল চাষ বিষয়ক হাতে কলেমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ ২৬ শে সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় সরকারি নাজমুল স্মৃতি কলেজে নতুন ভবনের ৩য় তলায় এ প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়।

মাওলানা হাসমত উল্লাহ দেওবন্দী ফাউন্ডেশন এর আয়োজনে স্থানীয় প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর এর সাংবাদিক এম এ হাকাম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ এর চেয়ারম্যান জনাব আব্দুস ছামাদ ফারুক, নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উন্নত জাতের আম উৎপাদন কলাকৌশলের উপর কয়েকটি ধাপে প্রশিক্ষণ প্রদান করা হয়।এসময় প্রশিক্ষণ দেন খামারবাড়ি, শেরপুর এর অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আজিজুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি সহকারী প্রকল্প পরিচালক কৃষিবিদ মদন চাকমা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর