ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

 

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলার, নাজিরহাট পৌরসভা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশের ধারণা বৈদ্যুতিক তারে জড়িয়ে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (৪ জুলাই) রাত ৮ টায় চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারের সংলগ্ন হাফেজ তাহের মনজিলের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

ফটিকছড়ি থানার এস আই ফারুক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তারে জড়িয়ে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

Latest articles

Related articles