ফিলিস্তিনের মুসলমানদের প্রতিরোধ দেখে ৩০ অস্ট্রেলিয় নারীর ইসলাম গ্রহণ

ফিলিস্তিনের মুসলমানদের প্রতিরোধ দেখে ৩০ অস্ট্রেলিয় নারীর ইসলাম গ্রহণ

ঈসরাইলি হামলার মুুখেও গাজাবাসীদের প্রতিবাদী চরিত্র দেখে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ৩০ জন মহিলা ইসলাম গ্রহণ করেছেন। তারা মেলবোর্নের একটি মসজিয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইতিমধ্যেই ঈসরাইলিদের বর্বরতার ভিডিও সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই বর্বরতার মুখেও আহত শরীর নিয়ে অসম প্রতিরোধ যুদ্ধেও হাসিমুখে টিকে আছেফিলিস্তিনিরা। সেই ভিডিও দেখেই অস্ট্রেলিয়ার ওই ৩০ জন মহিলা ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে উঠেন।

জেকুলিন রেজটাক নামে এক মহিলা বলেন, গাজায় কি হচ্ছে পুরো বিশ্ব দেখছে। আমি ইসলাম ও আল্লাহর আরো নিকটবর্তী হতে চাই।  অন্য এক নারী বলেন, ইসলামে এক আল্লাহরে যে বিধান সেটি ও ফিলিস্তিনিদের সংগ্রাম আমাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে। ফিলিস্তিনিদের এই দুর্ভোগ আমাকে প্রতিদিনই কাঁদায়।

বিখ্যাত আমেরিকান ব্লগার এবে হাফিজও ইসলাম গ্রহণের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তিনি বলেন, গাজায় এই হামলার ঘটনার প্রেক্ষিতে আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। ফিলিস্তিনিরা হামলার মুখেও যেভাবে কুরআনকে আঁকড়ে ধরে প্রতিরোধ করছে সেটিই আমাকে ইসলামের দিকে অণুপ্রাণিত করেছে।

তিনি আরো বলেন, আমেরিকার মুসলিমরা গাজার মুসলমানের সমর্থন করে। আমরা আশা করি গাজা একদিন স্বাধীনতা পাবে। গাজার মানুষ নিরাপদে থাকবে।

Latest articles

Related articles