এনবিটিভি ডেস্ক: সারাদেশ ব্যাপী করোনা ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার ফলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য লকডাউন ছাড়া বিকল্প কোন সিদ্ধান্তে পৌঁছতে না পেরে ফের শতভাগ লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামিকাল রবিবার থেকে লকডাউনের আওতায় নেয়ার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে। সারাদেশের প্রতিটি জায়গায় আগামী বৃহস্পতিবারের মধ্যেই লকডাউন পুরোপুরিভাবে বাস্তবায়িত হবে।
লকডাউনের ব্যাপারে স্বাস্থ্য সংক্রান্ত সকল বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন।
বিশেষজ্ঞদের পরামর্শে সারাদেশে যেখানে করোনার প্রাদুর্ভাব বেশি সেখানে আজ থেকেই লকডাউনে নেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।