ভোটের দিনক্ষণ ঘোষণা হবার আগে থেকেই প্রচারের ঝড় তুলে দিয়েছে নানান রাজনৈতিক দল। আর দিনক্ষণ ঘোষণা হবার পর সেই প্রচার যেন তুঙ্গে উঠেছে। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেজন্যই অনেক আগে থেকেই প্রচারে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কিন্তু এদিন ফেসবুকের একটি পোস্ট নিয়ে বিতর্কের সম্মুখীন হতে হল তাকে। সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন- ‘অর্জুনের রথে কৃষ্ণ,পিরিতে হয় সারথি………’ যে বাংলার বাউল গানে গানে শ্রীরাম; সেই বাংলায় তৃণমূল রামকে বহিরাগত বলে, এবং তার এই পোস্ট এর মাধ্যমে ধর্ম বিদ্বেষী কথাও লেখা আছে। এই প্রথম নয়, এর আগেও বহুবার একটা ধর্মকে নিয়ে বার বার বিদ্বেষ ছড়িয়েছেন এই বিজেপি নেতা। তাই এই পোষ্টের বিরোধিতা করেছেন নেটিজেনরা, বাউল গানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার সহ বিদ্বেষের কাজে লাগানোয় বেজায় ক্ষুব্ধ সচেতন মানুষজন।সেই পোস্ট নিয়েই অনেক কেই মন্তব্য করেন – “বাউল মানে সর্ব ধর্ম সমন্বয়, বাউল মানে ধর্মের উর্ধে মানবতা- বিজেপির মত একটা ধূর্ত মৌলবাদী দল বাউলের কি বুঝবে?