বসত ভিটা দখল করাকে কেন্দ্র করে মহিলাকে বাঁশ পেটা দুষ্কৃতিদের, তাঁত ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি! দর্শকের ভুমিকায় পুলিশ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

e8bf1f4f-8b55-44d2-91ca-e32dee853b1b

সুরজিত দাস, নদিয়া:  নদিয়ার ফুলি়য়ার বেলঘরিয়া অঞ্চলে একটি বসত ভিটা দ়খলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঐ জমিতে বসবাসকারি মহিলাকে পুলি়শের সামনেই বাঁশপেটা করে ঐ এলাকার কয়েকজন দুষ্কৃতি। জানা যায় ঐ মহিলা প্রায় ৪২ বছর ধরে ঐ এলাকার একটি সরকারি জমিতে বসবাস করতেন। পরে ২০১৮ সালে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি জায়গায় বসবাস কারিদের নিয়ম মেনে পাট্টা দেবার কথা জানালে ঐ মহিলা সেই জায়গার পাট্টা পান। তারপর বেশ কয়েকবছর যাবৎ ঐ জমিতে ঘর করে বসবাস করার পর এখন ঐ এলাকারই কিছু দুষ্কৃতি দাবি করে যে জমিটি তাদের এবং ঐ জমি থেকে মহিলাকে উঠে যেতে হবে। তারপরেই চড়াও হয় ঐ মহিলার উপর। মহিলাকে ঘর থেকে বের করে তালা দিয়ে দেওয়া হয় তার ঘরে। বাঁশ পেটা করা হয় পুলিশের সামনে। শুধু তাই নয় যে কারণে ওই মহিলা জীবিকা নির্বাহ করে সেই পাক ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই প্রথম নয় এর আগেও একাধিকবার চড়াও হয় ওই মহিলার ওপর দুষ্কৃতীরা। পুলিশ ছিল দর্শকের ভুমিকায়। অবশেষে নিরুপায় হয়ে ওই মহিলা রানাঘাট পুলিশ সুপারের দ্বারস্থ হন। গোটা ঘটনার বিবরণ দেওয়ার পর পুলিশ সুপারের তরফ থেকে 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেন শান্তিপুর থানা পুলিশকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর