এনবিটিভি ডেস্ক: বাংলায় রাজনীতির দুর্বৃত্তায়ন আর দুর্নীতি সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এখনই তাকে সরাতে হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সোমবার এক ভার্চুয়াল সভায় এই কথা বলেন। তৃণমূল যে কোনওভাবে ক্ষমতায় থাকতে চাইছে। তার জন্য তারা যা খুশি করতে পারে। কাটমানি যারা নিচ্ছে সেই নেতাদের চিহ্নিত করতে হবে। বাংলার গৌরব ফেরাতে হবে। এই সরকারকে সবসুদ্ধ বিদায় করতে হবে।
করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে নাড্ডা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবসায় বিশ্বাস করেন না। তিনি করোনা নিয়ে কেন্দ্রকে প্রকৃত তথ্য দিচ্ছেন না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে আয়োজিত এই সভায় নাড্ডা বলেন, শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ হয়েছে। পাঞ্জাবও ভারতে রয়েছে। তিনি জওহরলাল নেহরুর তুষ্টিকরণের নীতির প্রতিবাদ করেছিলেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা শেষ করে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ তাঁর স্বপ্নকে পূরণ করেছে।