নাজির হোসেন, এনবিটিভি, বীরভূম:
একাধিক দাবি নিয়ে বামপন্থী সংগঠনসমূহের ডাকে আজ সকালে বীরভূমের ইলামবাজার বাসস্ট্যান্ডে পালিত হল বিক্ষোভ কর্মসূচি। জাতীয় সম্পদের অবাধ লুট বন্ধ করা,
ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কাজ দিতে হবে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, বিদ্যুৎ মাশুল কমাতে হবে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণ চলবে না এরকম বিভিন্ন দাবি নিয়ে ইলামবাজার বাস স্ট্যান্ড এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাক্স পরে বিক্ষোভ কর্মসূচি বামেদের।
এদিন বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন সিপিআইএম বীরভূম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ কামাল উদ্দিন, ইলামবাজার এরিয়া কমিটির সদস্য ফরিয়াদ মন্ডল ও এস এফ আই বীরভূম জেলা কমিটির সদস্য ওয়াসিফ ইকবাল।