ভোলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন নৌ বাহিনী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_3261141390667851

 

শরিফুল ইসলাম সৌরভ (শরিফ)
ভোলা জেলা প্রতিনিধি

ভোলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ালো বাংলাদেশ নৌ-বাহিনী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, বিশুদ্ধন পানি বিতরণ করা হয়।

ভোলা নৌ-বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, করোনাভাইরাসের মহামারীতে যখন সারাবিশ্ব বিপর্যস্ত ঠিক সে মুহুর্তে ভোলাসহ উপকূলীয় এলাকাগুলো বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। অসহায় জীবনযাপন করছে, এসব মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।

এর আগেও বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

উল্লেখ্য, করোনা দুর্যোগকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় দশ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও কর্মহীন মানুষের মাঝে নৌকা, মাছ ধরার জাল, ভ্যান গাড়ি, সেলাই মেশিন এবং গৃহপালিত পশু বিতরণ করেছে নৌ-বাহিনী।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর