মরাগাঙ্গেঁ চুরি করে মাছ শিকারে এসে নৌকা জাল সহ ধরা পড়লো একদল চোর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201007-WA0002

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের মরাগাং নামক জলাবদ্ধে চোরি করে মাছ শিকার করতে এসে গত মধ্যরাতে নৌকা জাল মাছ সহ জনতার হাতে ধরা পড়েছে একদল চোর।

চোরদের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার দিঘলী (দক্ষিণ চাকলপাড়া) গ্রামের বাসিন্দা। নৌকা জাল মাছ সহ চোরদের আটকের খবর পেয়ে তাদের এলাকার আব্দুন নুর সহ কয়েকজন এসে নৌকা জাল রেখে চোরদের তাদের জিম্মায় ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন মোগলগাঁও ইউপির ১নং ওয়ার্ড সদস্য মুক্তার আলী সহ এলাকার মুরব্বিয়ান।

এলাকাবাসী জানান বিশাল জলাকার মরাগাং তারা স্থানীয় ইউনিয়ন অফিসের মাধ্যমে লিজ আনেন প্রতিবছর পাঁচটি পঞ্চায়েত মিলে এবং রক্ষণাবেক্ষণের জন্য চৌকিদার নিয়োগ করা হয়, চৌকিদারদের চোখে ফাঁকি দিয়ে রাতের গভীরে প্রায়ই মাছ চোরি করে শিকার করে বিভিন্ন চোরেরা কাউকে ধরা সম্ভব হচ্ছিলনা কিন্তু গতরাত্রিতে নৌকা, জাল, মাছ সহ দক্ষিণ চাকলপাড়ার কয়েকজন চোর জনতার হাতে ধরা পড়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর