এনবিটিভি ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। রিকটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৭। ভারতীয় সময় মঙ্গলবার মাঝরাতে প্রবল ভূকম্পন অনুভুত হয় উত্তর আমেরিকার এই দেশে। প্রায় ১ মিনিট স্থায়ী ছিল কম্পন। ফলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জারি করা হয়েছে সুনামীর সতর্কতাও। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বহু বাড়ি ও বহুতলে ফাটল দেখা গিয়েছে। করোনা আতঙ্কের মধ্যেও ভূকম্প অনুভুত হওয়ায় হাজার হাজার মানুষ রাস্তায় জোড়ো হয়। মেক্সিকোর হুয়ালটুলক এলাকায় একটি বহুতলে ধসে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, সেখানে একজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওয়াক্সা, সান জুয়ান, ও ওজোলোটেপেক প্রদেশেও।
উল্লেখ্য, বিশ্বজুড়ে বিগত কয়েকদিনে ৫০টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে। এরমধ্যে ভারতেই বেশ কয়েকটি ভূকম্পের ঘটনা ঘটেছে গত একমাসে। মেক্সিকোর প্রবল ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়াতেমালায়৷ আবহবিদদের সতর্কতা, এই ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ১ হাজার কিমি পর্যন্ত সুনামির ঢেউ ভাসিয়ে দিতে পারে৷