মোদী ব্রিগেডে না পৌঁছালেও ইতিমধ্যে গেরুয়া শিবিরে নিজের নাম লিখিয়ে ফেললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিঠুন

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দরজায় কড়া নারছে।আর তারই মাঝে ভোট প্রচার প্রায় তুঙ্গে উঠেছে, চলছে দলবদল প্রক্রিয়া। রাস্তায় রাস্তায় শুরু হয়েছে রুটমার্চ, মিছিল ইত্যাদি। তারই মাঝে শুরু হয়েছে ব্রিগেডে যাওয়ার ঝোঁক। এক এক করে সব দল ব্রিগেডে যাওয়ার জন্য আহ্বান করছে। বিগত ২৮শে ফেব্রুয়ারী বাম-কংগ্রেস ও আইএসএফের মহাজোট সমাগমের পর আজ ৭ মার্চ ব্রিগেডে যাওয়ার আহব্বান জানিয়েছিল গেরুয়া শিবির। নরেন্দ্র মোদী সেই সমাগমের আকর্ষণ, আর তাছাড়াও দিলিপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু সহ মঞ্চ ভরিয়েছেন ভিন্ন ভিন্ন টলি তারকা, মোদী মঞ্চে না পৌঁছালেও , কাজ শুরু করে দিয়েছেন অন্য বিজেপি কর্মীরা, কিন্তু বালাই ষাট , কথা ছিল ১০ লক্ষ মানুষের জমায়েত হবে, সেই স্বপ্ন পূরণে নিয়ে আসা হয় বিভিন্ন তারকাদের, তবুও বিজেপির দিবাস্বপ্নে জল ঢালল বঙ্গের জনগণ। তারকাদের হাতিয়ার করে নিয়ে এলেও গলাতে পারেনি বাঙালির মন, আশানুরূপ জনসমাগম হয়নি পদ্ম শিবিরের ব্রিগেডে। আজকের জনসমাগম দেখে বিজেপি নেতৃত্ব কতটা খুশি হবে সেটা বিতর্কের বিষয়।

Latest articles

Related articles