জ্বালানির দাম বাড়িয়ে লুঠ চালাচ্ছে মোদীর- টুইটে ক্ষোভ উগড়ে দিলো মমতা!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210302-WA0018

বঙ্গের দরজায় দরজায় ভোট কড়া নাড়ছে, আর তার সাথে সাথে শাসক দল একে অপরের বিরুদ্ধে অভিযোগের ওপর পাল্টা অভিযোগ দিচ্ছে, এহেন অবস্থায় বঙ্গে পদ্ম-শিবিরের হাত শক্ত করতে আজ ৭ই মার্চ  প্রধানমন্ত্রীর ব্রিগেডে জনসভার জন্য আহ্বান করেছিলেন, বঙ্গে বিজেপির প্রচারের জন্য মূলত এই জনসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভার প্রধান কেন্দ্রবিন্দু।আজ ঠিক সেই দিনেই প্রধান মন্ত্রীকে কটাক্ষ করে টুইট করেন মমতা বন্দোপাধ্যায়।

আজ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তরবঙ্গে প্রতিবাদ মিছিল করেন বর্তমান তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।উত্তরবঙ্গে প্রতিবাদ মিছিলে দার্জিলিং মোড় থেকে শুরু করে ভেনাস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আর তার আগেই আজ সকালে মোদীকে কটাক্ষ করে জ্বালানি দাম বৃদ্ধির জন্য টুইটে ক্ষোভ উগড়ে দেন মাননীয়া স্বয়ং। তিনি বলেন বিজেপি দিন দুপুরে সাধারন জনগণদের লুটছে জ্বালানির দাম বাড়িয়ে দিয়ে।এর জন্য বাড়ির মহিলারা বিপাকে পড়েছে, তারাই বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে।এখনই রান্নার গাসের দাম কমাতে হবে, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর এটাই তৃণমূলের উত্তরবঙ্গে প্রথম ভ্রমন,  মিছিল। তিনি এই মিছিল নিয়ে হ্যাশট্যাগে লেখেন- #indiaagainstLPGloot.

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর