মো সোহাগ
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও চিকিৎসা সেবার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমান, ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুন্নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, ডাক্তার আহমেদ ফয়েজী বিন সাদ প্রমূখ।
আলোচনা সভায় করোনা ভাইরাসের ভয়াবহতা তুলে ধরে জনগনকে আরো সচেতন করতে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। এ সময় করোনা সংকট মোকাবেলায় সাহসী ভূমিকা পালনের জন্য সকল ডাক্তারদের ধন্যবাদ জানানো হয়। উপজেলা স্বাস্থ্যসেবা যাতে ভেঙ্গে না পড়ে সেদিকে বেশী করে মনোযোগ দেবার পরামর্শ দেয়া হয় এই আলোচনা সভায়।