রিল লাইফ এর দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালক কি তৃণমূলে?

ভোট মাত্র আর কয়েক দিনের অপেক্ষা, কয়েক দিন পেরলেই ভোট। ভোটের দিনক্ষণ ঘোষণা হবার পর থেকেই একের পর এক চমক দিচ্ছে রাজনৈতিক মহল। শাসক দলেরা একে অপরের বিরুদ্ধে অভিযোগের পর পাল্টা অভিযোগ দিচ্ছে। কিন্তু সব কিছুর পর একের পর এক খেলা দেখাচ্ছে রাজনৈতিক মহল। অভিনয় জগৎ ছেড়ে এক ঝাঁক তারকা যোগদান করছে রাজনীতিতে। কেউ তৃণমূলে তো কেউ বিজেপি, এই ভাবেই প্রায় চাঁদের হাট বসেছে রাজনীতিতে।

আজ ৩ মার্চ অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি তৃণমূলে যোগদান করার পর আবার খবর আসছে যে দিদি বাংলার খ্যাত রচনা ব্যানার্জিও নাকি দিদির শিবিরে যোগদান করতে চলেছেন, কিন্তু সে নিয়ে কোনো মন্তব্য করেন নি তিনি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে দেখা করে এসেছেন টলিপাড়ার অভিনেত্রী রচনা ব্যানার্জি। শীঘ্রই তৃণমূলের ঝাণ্ডা ধরে দিদির হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিতে পারেন রিল লাইফ এর দিদি নাম্বার ওয়ান।

এছাড়াও ইতিমধ্যেই অভিনেতা কাঞ্চন মল্লিক সহ অভিনেত্রী সায়নি ঘোষ, জুন মালিয়া, নুসরাত জাহান ,মিমি চক্রবর্তী ও পরিচালক রাজ চক্রবর্তী সহ আরও অনেকেই যোগদান করেছেন তৃণমূলে।

Latest articles

Related articles