লাদাখে শহিদ বাংলার দুই সেনার নামে এককালীন বিত্তি দেবে মাদ্রাসা ফোরাম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200622-WA0001

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, কলকাতা: লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ বাংলার দুই সেনাকে শ্রদ্ধা জানাতে নয়া উদ্যোগ নিল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। শহিদ দুই সেনার নামে এককালিন স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিল এই সংগঠন। বীরভূমের বাসিন্দা শহিদ সেনা রাজেশ ওঁরাং-এর স্মৃতির উদ্দেশ্যে দশ হাজার টাকা একাকালীন স্কলারশিপ দেওয়া হবে। ২০২০ সালের হাইমাদ্রাসা পরীক্ষায় তপশিলি উপজাতি(এসটি) সম্প্রদায়ের মধ্যে যে পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করবে, সেই পাবে এই স্কলারশিপের দশ হাজার টাকা।

তেমনি আর এক বাঙালি শহিদ সেনা আলিপুরদুয়ারের বিপুল রায়ের নামেও স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। বিপুল রায় স্মৃতির উদ্দেশ্যে দেওয়া স্কলারশিপের টাকা পাবেন মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় যে পরীক্ষার্থী আলিপুরদুয়ার জেলায় প্রথম স্থান অধিকার করবে।

এছাড়াও রাজেশ ওঁরাং ও বিপুল রায়ের নামে একটি স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম। এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে হস্টেলে থাকা দরিদ্র মেধাবি পরীক্ষার্থীদের মধ্যে রাজেশ ও বিপুল বীরত্ব স্কলারশিপ হিসাবে ৪০ হাজার টাকা তুলে দেবে এই সংগঠন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর