লোকাল ট্রেন বন্ধ, বন্ধ রোজগার, অবসাদে আত্মহত্যা হকারের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200623-WA0013

এনবিটিভি ডেস্ক: টানা ৯৯ দিন বন্ধ লোকাল ট্রেন। ফলে বন্ধ রয়েছে রেলস্টেশনের ছোট ছোট দোকানও। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন অনেকেই। কেউ কেউ অন্য পেশায় যুক্ত হয়ে গেলেও অনেকেই ঘরবন্দি হয়ে গিয়েছেন টাকাপয়সার অভাবে। একটানা দোকান বন্ধ থাকায় এবার অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হলেন এক রেল হকার।

শিয়ালদা ডিভিশনের ব্যারাকপুর স্টেশন চত্বরে নিজের দোকানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন সঞ্জয় পাশোয়ান (২২)। বারাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেই লস্যির দোকান সঞ্জয়ের। তাঁর একার রোজগারের উপর নির্ভরশীল পুরো পরিবার। চলতি মাসের এক তারিখ থেকে আনলক-ওয়ান পর্ব শুরু হলেও রেল কতৃপক্ষ ব্যারাকপুর স্টেশনে কোনও দোকান খোলার অনুমতি দেয়নি।

উল্টে রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে স্টেশন চত্বরের ১৫০ মিটারের মধ্যে কোনও দোকান খোলা যাবেনা। পরিবারের দাবি, এরপরই মনমরা হয়ে পড়ে সঞ্জয়। সোমবার রাতেই তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, রোজগার বন্ধ হওয়ায় মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছে সঞ্জয় পাশোয়ান। অন্যান্য হকাররা অবশ্য রেলকেই এরজন্য দায়ী করছেন। আনলক পর্ব শুরু হলেও স্টেশন চত্বরে কেন দোকান খোলার অনুমতি দিচ্ছেনা রেল সেই প্রশ্নই তুলছেন হকাররা।

সৌজন্য: ক্যালকাটা নিউজ

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর