এনবিটিভি ডেস্ক: কলকাতায় সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে। তবে এরাজ্যে সূর্যগ্রহণ বলয়গ্রাস নয়, আংশিক। ভোর থেকেই আকাশ মেঘে ঢাকা। সকাল ১০টা ৪৬ মিনিটে থেকে শুরু হয়ে তা শেষ হবে ২টো ১৭ মিনিটে। এরমধ্যে সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে ১২টা ৩৫ মিনিটে।
গ্রহণের মোট স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ৩১ মিনিট। বসিরহাট মহকুমার বসিরহাট ইছামতি ব্রিজ ও টাকি সীমান্তের পাড়ে গ্রহণ দেখতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকাল থেকে ভিড় জমিয়েছেন। ইছামতি ব্রিজ ওপরে ও টাকি সীমান্তে সকাল থেকে এক্সরে প্লেট চশমা নিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে রয়েছে। সময় যত যাচ্ছে তত আবেগ আপ্লুত হয়ে পড়ছে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ।
খোলা আকাশের সূর্যের দিকে এক্সরে প্লেট নিয়ে তার চেয়ে বসে আছেন কখন সূর্যের বলয় গ্রাস দেখতে পাবেন। একদিকে টাকি সীমান্তের পারে দুই বাংলার মধ্যে ইছামতি নদী ধারে ভিড় জমাচ্ছে সকলে।
আবার বসিরহাট ইছামতি ব্রিজের ওপর দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে অগুনতি মানুষ। একইভাবে রাজ্যের বিভিন্ন জেলাতেই ভিড় জমেছে সকাল থেকে। শিলিগুড়ি ও অন্যত্র টেলিস্কোপ নিযে তৈরি স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন।