মির্জা নাদিম, স্টাফ রিপোর্টার, এনবিটিভি ডেস্ক।
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানের মাধ্যমে দর্শক মাতানোর পাশাপাশি ঘটে যাওয়া নানা অসঙ্গতি নিয়েও কথা বলেন তিনি। এবারো প্রাবাসীদের ম’রদেহ সরকারি খরচে দেশে আনাসহ সমাকালীন কিছু ঘটনা নিয়ে মুখ খুলেছেন এই শিল্পী। তা ছাড়া প্রবাসীদের জন্য গানও গাইবেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন জনপ্রিয়
শিল্পী আসিফ আকবর। এ ছাড়া তিনি পূর্বে ও অনেক গুরুত্বপূর্ণ
সামসময়িক বিষয় নিয়ে গাণ করতেন। গানে গানে তিনি
ভিবিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মানুষের অন্তরে জানিয়ে দিতেন।