আজ ১১ জুন,১২ তম কারামুক্তি দিবস দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

আজ ১১ জুন,১২ তম কারামুক্তি দিবস দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি(ফটিকছড়ি)

দীর্ঘ ১১ মাস কারা ভোগের পর ২০০৮ সালের এই দিনে জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনাসমর্থিত তৎকালীন সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একপর্যায়ে কারাগারে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, জনগণের আপসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়েই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর