সিলেটে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গিয়েছে নিম্নাঞ্চলের কৃষি জমি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

SAVE_20200925_171123

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

গত দু-তিন ধরে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিলেটের অনেক স্থানের নিম্নাঞ্চলের ধানের চারা রোপনকৃত জমি গুলো তলিয়ে গিয়েছে পানির নীচে। ধীরেধীরে পানি বেড়ে উপরি ভাগের জমির উপর হানা করছে, নদী গুলোর পানি বেশ বৃদ্ধি পাচ্ছে কৃষকদের চোখের ঘুম কেড়ে নিয়েছে হটাৎ করে পানি বেড়ে যাওয়াতে।
বিশেষ করে হাওর বেষ্টিত অঞ্চল সদরের জালালাবাদ, হাটখোলা, কান্দিগাঁও, মোগলগাঁও, খাদিমনগর ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ চাষকৃত জমি আকস্মিক বন্যায় তলিয়ে নিয়ে গেছে।
একদিকে করোনাভাইরাস নামক মহামারির কারণে জনজীবন যখন বিপর্যস্ত অন্যদিকে একের পর এক বন্যায় জনজীবনে নেমে এসেছে ঘোর অমানিশা অন্ধকার এ যেনো মরার উপরে খড়েরগাঁ।
গ্রাম অঞ্চল ঘুরে কৃষকদের সাথে কথা বলতে গেলে অনেকেই দীর্ঘশ্বাস ফেলে বলেন অনেক কষ্ট আর পরিশ্রমের ফসল আজ চোখের সামনে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে বলারমত কিছু খুঁজে পাচ্ছেননা তবে এটা হয়তো আমাদের পাপের প্রায়শ্চিত্ত এটা বন্যা নয় আমাদের উপরে গজব অর্পিত করা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর