হাটহাজারীর বধু হচ্ছেন নুসরাত ফারিয়া:

মুহাম্মদ রাশেদুল ইসলাম(এনবিটিভি প্রতিনিধি):-

এই সময়ের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া পুত্রবধূ হিসাবে আসছেন চট্টগ্রামের হাটহাজারীতে।বর সাবেক সেনা প্রধান এম হারুন অর-রশীদ(বীর প্রতীক)এর ছেলে রনি রিয়াদ রশিদ।তারা দু’জনই মূলত ঢাকা সেনা নিবাসের বাসিন্দা হলেও ফারিয়ার বাড়ি চট্টগ্রামের কুমিল্লা আর রনির বাড়ী চট্টগ্রামের হাটহাজারী।

রনি রিয়াদ রশীদের সাথে পরিচয় সম্পর্কে জানতে গিয়ে ফারিয়া বলেন,প্রথম পরিচয়টা হয়েছিল ২০১৪ সালের ২১ মার্চ।তখন রনি অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন।আমাদের দু’জনের কমন এক বন্ধুর মাধ্যমে আমাদের পরিচয় হয়।প্রথম দেখায় আমরা পড়াশোনা,কাজ,
লাইফ স্টাইল-এগুলো নিয়েই কথা বলেছি।উনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন।

তবে পরিচয়ের এক বছর পর ভালোবাসার প্রস্তাবটা তার পক্ষ থেকেই আসে।কথা বলার সুবাদে আমরা ভালো বন্ধু বনে যায় এরপর ভালোবাসা।
উনি আমাকে অনেক সাপোর্ট দেয়।বাবা মা তো আছেই পাশাপাশি অভিভাবক হিসাবে পাশে থেকেছেন গত ছয়টি বছর।

Latest articles

Related articles