মুহাম্মদ রাশেদুল ইসলাম:- হাটহাজারী সংবাদদাতা
হাটহাজারী পৌরসভার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের ৫০ জন শিক্ষক পেল ভালোবাসার থলে।গতকাল উপজেলা প্রশাসনের ফুড ব্যাংক থেকে এই ভালোবাসার থলে(খাদ্যশস্য) দেওয়া হয়।এসব খাদ্য শিক্ষরা নিজেরাই গ্রহণ করেন।এনিয়ে তৃতীয়বারের মতো ভালোবাসার থলে উপহার দেওয়া হয় কিন্ডারগার্ডেন শিক্ষকদের।
ইউএনও রুহুল আমিন জানান,সবকিছু খুলে দেওয়া হলেও কিন্ডারগার্টেন স্কুলসমূহ না খোলায় শিক্ষক – কর্মচারীরা খুব কষ্টে জীবনযাপন করছে।তাদের কষ্ট সামান্য হলেও লাঘব করার জন্য উপজেলা প্রশাসনের এই উদ্যোগ।