হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা আহম্মদ শফি নায়েবে মুহতামিম আল্লামা শেখ আহমদ সাহেব।।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_712901936191146

মুহাম্মদ রাশেদুল ইসলাম,
হাটহাজারী সংবাদদাতা :-

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পুণরায় মুহতামিম নির্বাচিত হন হেফাজত ইসলাম বাংলাদেশ এর সম্মানিত আমীর আল্লামা শাহ আহম্মদ শফি এবং নায়েবে মুহতামিম নির্বাচিত হন আল্লামা শেখ আহমদ সাহেব।

নানান জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আজ ১৭-০৬-২০২০ইং হাটহাজারী মাদ্রাসার মজলিশে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কে হবেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম তা নিয়েও বেশ আলোচনা হয়।আল্লামা আহম্মদ শফি অসুস্থ হওয়ায় মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আল্লামা জুনাঈদ বাবুনগরী পাওয়ার কথা ও উঠে আসে বিভিন্ন মাধ্যমে অবশেষে সবার সিদ্ধান্তক্রমে পুণরায় দায়িত্বপান আল্লামা শাহ আহম্মদ শফি এবং নায়েবে মুহতামিম এর দায়িত্বপান আল্লামা শেখ আহমদ সাহেব।উল্লেখ্য যে, এতোদিন নায়েবে মুহতামিম এর দায়িত্ব পালন করে আসছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর সম্মানিত মহাসচিব আল্লামা জুনাঈদ বাবুনগরী সাহেব।

পদাধিকার বলে আল্লামা শাহ আহম্মদ শফি বেফাক হাই’র শীর্ষ পদসহ প্রায় দুশত প্রতিষ্ঠানের মুরুব্বী হিসাবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে,হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার বৈঠককে কেন্দ্র করে আজ সড়কজুরে ছিল RAB-পুলিশ বিজিবি’র হুইসেল বাজিয়ে টহল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর