আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক:
দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কা য় বিশ্ব। হতে পারে আবারও পুরো বিশ্বে লকডাউন। গত শুক্রবার (১২ জুন) চীনের বেইজিংয়ে বৃহত্তর ছয়টি খাবারের মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। ভারতে লকডাউন তুলে দেয়া হয়েছিল। চলতি সপ্তাহে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে । এছাড়া আক্রান্তের সংখ্যা বাড়ছে আগের চেয়েও বেশি হারে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতেও।
ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশকে স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খোলার সঙ্গে নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যেতে আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য কমিশনার স্টেলা খাইরিয়াকিডস বলেন, প্রয়োজন হলে আমাদের শিথিলতায় ফিরে যেতে প্রস্তুত থাকতে হবে।
নতুন করে দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পরে কর্তৃপক্ষ হোলসেল খাবারের মার্কেট বন্ধ করে দিয়েছে চীনের বেইজিংয়ে। চলতি সপ্তাহে প্রায় ৭০ দিন পর ভারতের অধিকাংশ গণপরিবহন ব্যবস্থা, অফিস ও শপিং মল খুলে দিয়েছে। কিন্তু এর পূর্বেই স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এই মুহূর্তে সরকারের এ ধরনের পদক্ষেপ করোনার সংক্রমণকে আরও বাড়িয়ে দেবে।
করোনার নতুন সংক্রমণের হার কমে এসেছে ইউরোপের দেশগুলোতে। নতুন সংক্রমণের ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ইউরোপের বড় শহরগুলোতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষ যোগ দেওয়ায়। হাসপাতালগুলোর বিছানা করোনা রোগীদের দিয়ে পূর্ণ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনাসহ প্রায় ছয়টি রাজ্যের। সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি চলছে মার্কিন অর্থনীতি চালু করতে। বৃহস্পতিবার আলবামা, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ওরিগন ও নেব্রাস্কাতে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়।